চাঁপাইনবাবগঞ্জে জমি বিরোধের জেরে হামলা, ৩ আদিবাসী আহত
১৩ অগাস্ট ২০২২, ১৬:৫০ পিএম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি বিরোধের জেরে ভূমিদস্যু মুসলমানদের হামলায় নারীসহ তিনজন আদিবাসী আহত হয়েছেন। গত বুধবার (১০ আগস্ট) উপজেলার পার্বতীপুর ইউনিয়নের হাওয়াকান্দর মাধাইপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
ওরাওঁ জাতিসত্তার আহত তিনজন হলেন, মাধাইপুর গ্রামের সাবুরচান গজার (৩৫), তাঁর স্ত্রী সুরবালা তিরকি (২৮) ও ভাতিজা হেমন্ত গজার (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাবুরচানের সঙ্গে মাধাইপুর মৌজার ৬৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে রমজান আলী (৫০) নামের এক মুসলমান ব্যক্তির। এ নিয়ে মামলাও চলছে। আদালতের রায় পেয়ে বুধবার জমিতে ফল গাছ লাগানোর চেষ্টা করলে রমজান আলী তার ভুমিদস্যু বাহিনী নিয়ে সাবুরচানের ওপর হামলা চালায়। এ সময় কোদালের আঘাতে সাবুরচান আহত হন। তাঁকে রক্ষা করতে গিয়ে কোদালের আঘাতে আহত হয়েছেন তাঁর স্ত্রী সুরবালা তিরকি ও ভাতিজা হেমন্ত গজার। আহত তিনজনই নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, তিনি এ ঘটনা সম্পর্কে অবহিত আছেন। তবে লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।