ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
১৯ নভেম্বর ২০২৩, ২২:৩২ পিএম

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রাতে রাজধানীর ধানমন্ডি সাত নম্বরে মিরপুর সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রোববার হরতালের প্রথম দিনে সারাদেশে মোট পাঁচটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
অন্যদিকে বিএনপির ডাকা পাঁচ দফা অবরোধ ও হরতালে এ পর্যন্ত ১৭৩টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।