নবী মোহাম্মদকে নিয়ে কটুক্তির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

Anweshan Desk

Anweshan Desk

২২ ফেব্রুয়ারী ২০২৩, ২৩:০৬ পিএম


নবী মোহাম্মদকে নিয়ে কটুক্তির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ছবি : প্রধান শিক্ষক আবু সালেহ

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামের নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তির অভিযোগে মো. আবু সালেহ (৫০) নামক এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার কয়া ইউনিয়নের চাইল্ড হেভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি কয়া ইউনিয়নের মালিথাপাড়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মো. আবু সালেহ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরতে নিরুৎসাহিত করে আসছেন এবং ক্যাপ পরতে উদ্বুদ্ধ করছেন। এ খবর পেয়ে গত সোমবার এক মহিলা অভিভাবক ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে ব্যাপারটি জানতে চান। সে সময় ওই অভিবাবক প্রধান শিক্ষকের সাথে বিতর্কে লিপ্ত হন এবং এতে ওই শিক্ষক ইসলামের নবী মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

বিষয়টি এলাকায় জানাজানি হলে গত মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকার মানুষ কয়া বাইতুল মামুন জামে মসজিদ প্রাঙ্গণে মিলিত হন। সেখানে তাঁরা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। পরে বেলা ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন।

এরপর ওই দিন রাত ১২টার পর এনামুল হক নামের একজন ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে কুমারখালী থানায় প্রধান শিক্ষক আবু সালেহের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় আজ ভোরে প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, মহানবী (সা.) কে কটূক্তি করায় মঙ্গলবার রাতে একজন ব্যক্তি মামলা করেন। পরে বুধবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাক্ষাৎকার থেকে আরও

কোনো খবর পাওয়া যায়নি


Link copied