ধর্ষণ মামলায় উপজেলা পরিষদের ইমাম গ্রেফতার

Anweshan Desk

অন্বেষণ ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৪ পিএম


ধর্ষণ মামলায় উপজেলা পরিষদের ইমাম গ্রেফতার

ধর্ষণ মামলায় ইমাম গ্রেফতার

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের ইমাম ও নিকাহ্ রেজিস্ট্রার লিয়াকত হোসেনকে (৪৫) ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজৈর থানার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত নিকাহ্ রেজিস্ট্রার লিয়াকত হোসেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও পশ্চিম সরমঙ্গল গ্রামের মৃত পাশা শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গত বছর রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের এক কলেজছাত্রীকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুনিরকান্দি গ্রামের আওলাদ বিশ্বাসের ছেলে হাফিজুর রহমান শিপন (৩০) রেজিস্ট্রি কাবিন মূলে বিয়ে করেন।

পরে ওই ছাত্রীর গর্ভে সন্তান জন্ম নিলে বিয়ে ও গর্ভজাত সন্তান অস্বীকার করেন হাফিজুর রহমান শিপন এবং তার ভগ্নিপতি নিকাহ্ রেজিস্ট্রার লিয়াকত হোসেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই কলেজছাত্রী বিচার না পেয়ে আদালতের দারস্থ হন এবং ধর্ষণ মামলা করেন। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, গত সেপ্টেম্বর মাসে ৬ জনের নামে ধর্ষণ মামলা করেন নির্যাতিতা। ওই ইমাম ও নিকাহ্ রেজিস্ট্রার লিয়াকত হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন থেকে আরও


Link copied