ফেইসবুক প্রোফাইলে থাকছে না ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

Anweshan Desk

Joydeb

১৮ নভেম্বর ২০২২, ১৯:২৮ পিএম


ফেইসবুক প্রোফাইলে থাকছে না ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

ডিসেম্বরেই আসছে ফেসবুকে পরিবর্তন

ফেইসবুকের প্রোফাইলে ব্যবহারকারীর যোগাযোগের ঠিকানাসহ ব্যক্তিগত চারটি তথ্য দেখানোর ঘর আর থাকছে না।

ইতোমধ্যে ফেসবুক ব্যবহারকারীদের এই পরিবর্তন সম্পর্কে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেয়া শুরু করেছে ফেইসবুক। ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে বলা হচ্ছে, ১ ডিসেম্বর থেকে ‘অ্যাড্রেসেস’, ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’ ঘরের তথ্যগুলো আর প্রোফাইলে দেখা যাবে না।

ব্যবহারকারীর যৌনতা, রাজনৈতিক ও ধর্ম বিশ্বাসের মত ব্যক্তিগত তথ্য-উপাত্ত শেয়ার করার সুযোগ ছিল ‘ইন্টারেস্টেড ইন’ ক্যাটেগরিতে।

ফেইসবুকের মূল কোম্পানি মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোকে বলেছেন, ব্যবহারকারীদের কাজ সহজ করার লক্ষ্যে এ পরিবর্বতনগুলো আনা হচ্ছে।

“যেসব ব্যবহারকারী আগে এসব তথ্য শেয়ার করেছেন, আমরা তাদের নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছি যে এই শ্রেণিগুলো মুছে দেওয়া হবে।… এই পরিবর্তনে কারও নিজে থেকে এসব তথ্য ফেইসবুকের অন্যান্য জায়গায় শেয়ার করার সক্ষমতা প্রভাবিত হবে না।”

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ফেইসবুকের আসন্ন এ পরিবর্তন বুধবারই চিহ্নিত করেছিলেন সামাজিক মাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা।


Link copied