রংপুরে হিন্দু জেলে পল্লীতে আগুন, ৫১ আসামি কারাগারে

Anweshan Desk

জাতীয় ডেস্ক

০৮ অগাস্ট ২০২২, ১৪:০৬ পিএম


রংপুরে হিন্দু জেলে পল্লীতে আগুন,  ৫১ আসামি কারাগারে

ফেসবুকে ধর্মীয় অবমাননার গুজব ছড়িয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার জেলেপল্লীতে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের মামলার ৫১ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

 

রোববার (৭ আগস্ট) দুপুরে মামলার প্রধান আসামি শহিদুজ্জামান মন্ডল ওরফে শহিদসহ ৫১ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানালে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২১ সালের ১৭ অক্টোবর পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামের কমপক্ষে ২৫টি বাড়ি এবং দোকানে হামলা ও অগ্নিসংযোগ করে শহিদুজ্জামান মন্ডলের নেতৃত্বে একদল ধর্মান্ধ উগ্রপন্থী মুসলমান। ঘটনার একদিন পর ১৮ অক্টোবর পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে ১৪৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুব হোসেন সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।মামলার প্রধান আসামি শহিদসহ শতাধিক আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রোববার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।  


Link copied